আশিক হাসান সীমান্ত, প্রতিনিধি: সরেজমিনে দেখা যায়, পদ্মা সেতু দেখতে আসা- যাওয়ার পথে বেশিভাগ মানুষ গাড়ি থামিয়ে একক ও দলবদ্ধভাবে ছবি তুলছেন। বাস- ট্রাক, পিক আপ, মোটরসাইকেল থামিয়ে ও যাএীদের নেমে ছবি তুলছেন দেখা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, কুমার নদের তীরে অবস্থিত ফরিদপুরের একটি উপজেলা ভাঙ্গা। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গার মোড়ে এসেই আপাতত থেমেছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে।
পদ্মা সেতু আর এক্সপ্রেসওয়ের কল্যাণে দক্ষিণ – পশ্চিমাঞ্চলের ২১ জেলায় এই প্রবেশদ্বার পেয়েছে দৃষ্টিনন্দন রুপ।ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা গোল চত্বর পযর্ন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এক্সপ্রেসওয়েটি চালু হলে ও এর পুরো সুবিধা পাওয়া যাচ্ছে পদ্মা সেতু খুলে দেওয়া পর।
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের প্রথম দিন থেকে ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ফরিদপুরের ভাঙ্গা গোল চত্বরে সেলফি তোলার হিড়িক পড়েছে। এক্সপ্রেসওয়েটিতে বাস,প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল থামিয়ে মোবাইল ক্যামেরা সেলফি তোলার দৃশ্য নতুন নয়।
কিন্তু ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের প্রথম দিন থেকে এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।