ডেভলপমেন্ট এ্যাক্টিভিটিস অব সোসাইটি –ডাস্, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), দি ইউনিয়ন এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট- বাটা’র যৌথ আয়োজনে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নের গুরুত্ব ও করণীয়’ – শীর্ষক মতবিনিময় সভা ১৬ মে ২০২৩ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জনাব মো. জোবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. সেলিম রেজা, প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সচিব (যুগ্মসচিব), ঢাকা উত্তর সিটি কর্পোরেশেন।

সভায় পাওয়ার পয়েন্টে আলোচ্য বিষয়বস্তুর উপর উপস্থাপনা প্রদান করেন ডাস্ টীম লিডার জনাব আমিনুল ইসলাম বকুল এবং মূল বক্তব্য প্রদান করেন দি ইউনিয়নের কারিগরী পরামর্শক জনাব সৈয়দ মাহাবুব আলম তাহিন। সভাটি সঞ্চালনা করেন ডাস্ তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার জনাব মোয়াজ্জেম হোসেন টিপু।

সভায় ডিএনসিসির ওয়েবসাইটে নিয়মিতভাবে তামাক নিয়ন্ত্রণ সম্পর্কিত সংবাদ প্রচার সহ ডিএনসিসির অধিনস্ত দুটি টার্মিনালে নিয়মিত মোবাইল কোর্ট করা, ডিএনসিসি’র আওতাভুক্ত সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তার নিজ নিজ এলাকার পাবলিক প্লেসগুলোকে তামাকমুক্ত রাখার ব্যাপারে ডিএনসিসি থেকে চিঠির মাধ্যমে নির্দেশনা প্রদান করা এবং তামাক বিরোধী সকল এনজিওকে সাথে নিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উদযাপনের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আয়োজক সংগঠন ছাড়াও তামাক বিরোধী সংগঠনের পক্ষে এই্ড ফাউন্ডেশন, টিসিআরসি, মানস, বিইআর, নাটাব, ডব্লিউবিবি ট্রাস্ট, ঢাকা আহছানিয়া মিশন এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।