শহিদ মিনার বানানোর প্রসঙ্গে আফরিন তাইয়েবা বলেন, ‘‘এটি বানানোর জন্য বেছে নিয়েছি ঠিকানা রিসোর্টের মূল ভবনটিকে। শহিদ মিনারটি লম্বায় ২২০ ফুট, আর প্রস্থে ৩৪ ফুট। পুরো ভবনের গা’জুড়ে ডিজাইন করে জাপানি পিটুনিয়া ফুল দিয়ে বানানো হয়েছে বিশ্বের ‘সর্ববৃহৎ’ শহিদ মিনার। এখানে ছয় রঙের ফুল ব্যবহার করা হয়েছে।’’
দেশের ইতিহাস, ঐতিহ্য নিয়ে কাজ করতে আগ্রহী আফরিন বলেন, ‘ইন্টারনেট ঘেঁটে দেখেছি; এত বড় শহিদ মিনার পৃথিবীর কোনো দেশে নাই। তাই গিনেস বুকে স্থান পাওয়ার জন্য আমরা ওদের সঙ্গে যোগাযোগ করেছি। বিস্তারিত তথ্য ও ছবি পাঠিয়েছি। এটা এখন অন প্রসেসে আছে। গিনিস বুকে এই শহিদ মিনারটি স্থান করে নিতে পারলে দেশের সম্মান বৃদ্ধির সঙ্গে আমার কষ্টটাও সার্থক হবে।’
এই শহিদ মিনারটির অবস্থান রাজধানীর উত্তর সিটি করপোরেশনের ভাটারা থানাধীন বেরাইদ এলাকায় ঠিকানা রিসোর্টের প্রধান ভবনে। দেশের আপামর জনগণকে ছয় রঙের সাত লাখ জাপানি পিটুনিয়া ফুল দিয়ে বানানো এই শহিদ মিনারটি দেখার আমন্ত্রণও জানান আফরিন তাইয়েবা আলিফ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।