নরসিংদীতে একসাথে ৩ সন্তানের জন্ম দিয়েছেন রাহিমা বেগম নামে এক নারী। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সদরের বাশাইল এলাকার একটি বেসরকারি হাসপাতালে সিজার অপারেশন হয় ওই নারীর।

তথ্যটি নিশ্চিত করেন ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব হোসেন মামুন।

একইসাথে তিন সন্তান জন্ম দেওয়া রাহিমা বেগম নামে ওই নারী জেলার পলাশ উপজেলার নোয়াকান্দা নতুন বাজার এলাকার মালদ্বীপ প্রবাসী জাকির হোসেনের স্ত্রী। তাদের আগেও দুটি কন্যা সন্তান রয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব হোসেন মামুন জানান, দুপুর একটা থেকে দেড়টা নাগাদ গাইনি বিশেষজ্ঞ ডা. রাবেয়া মাহমুদের তত্বাবধানে তিনটি যমজ নবজাতকের মায়ের সফল সিজার সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে ১টি ছেলে ও ২টি মেয়ে। মা ও নবজাতকরা সুস্থ আছেন।

 

কলমকথা/ বিথী