তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রির (ওএমএস) ১৭৪ বস্তা চাল-আটাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুসুমদি কলেজ পাড়ার বাসিন্দা ওএমএসের প্রতিনিধির বাড়ি থেকে এগুলো জব্দ করা হয়।
গত সোমবার এ ঘটনায় ওএমএসের প্রতিনিধি পৌরসভার কুসুমদি গ্রামের তারা মিয়ার ছেলে রেজাউল করিম (৪৪) ও একই এলাকার ট্রাক চালক মো. রিপনের (২৭) নামে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলা নম্বর ১১। তবে ঘটনার পর থেকে রেজাউল করিম পলাতক রয়েছেন। আলফাডাঙ্গার থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান থানা চত্বরে সংবাদ সম্মেলন করে সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, আলফাডাঙ্গা পৌরসভার ৮ ওয়ার্ডের কুসুমদি গ্রামের তারা মিয়ার ছেলে মো. রেজাউল করিমের বাড়ির সামনে রবিবার রাতে ট্রাকে করে ওএমএস’র সরকারি খাদ্য অধিদপ্তর কর্তৃক সুলভ মূল্যে গরীব মানুষের নিকট বিক্রয়ের জন্য বরাদ্দকৃত আটা অতিরিক্ত মুনাফা লাভের আসায় বিক্রয়ের জন্য অন্যত্র নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।
গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে একটি ট্রাকে লোড অবস্থায় ৫০ কেজি ওজনের ১০২ বস্তা আটা ট্রাকসহ জব্দ করা হয়। পরবর্তীতে ভোর রাতে রেজাউলের বাড়ির বসতঘরে তল্লাশি চালিয়ে দো’চালা টিনের ঘর থেকে অবৈধ ভাবে বাড়িতে মজুতকৃত ওএমএস’র ৫০ কেজি ওজনের আরো ৭২ বস্তা চাল জব্দ করে থানায় আনা হয়।
১৭৪ বস্তা চাল-আটার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ১৩ হাজার টাকা। অভিযুক্তরা ওএমএস’র অনুমোদিত পণ্য অসাধু ভাবে লাভবান হওয়ার জন্য অতিরিক্ত মূল্যে অন্যত্র বিক্রয়ের জন্য মজুদ করে বলে তিনি আরো জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।