সারাহ ইসলামের মা শবনম সুলতানা বলেছেন, আমার সারাহ বেঁচে আছে অসংখ্য মানুষের মাঝে। আমি মনে করি না, সারাহ মারা গেছে।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিনি।

গত ১৮ জানুয়ারি ব্রেন ডেথ ঘোষিত সারাহ ইসলামের দুটি কিডনি এবং দুটি কর্নিয়া চারজনের শরীরে প্রতিস্থাপন করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে আসেন সারাহ ইসলামের কিডনি গ্রহীতা শামীমা আক্তার। তাকে সারাহর মা জড়িয়ে আবেগে জরিয়ে ধরেন।

শবনম সুলতানা আরও বলেন, সন্তান হারানোর বেদনা আমার আছে। আমি আজকের দিনের অনুভূতি বোঝাতে পারব না।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ। সচেতন সবাই যেন দেহদানে এগিয়ে আসেন।