নারীদের নিরাপত্তা স্বার্থে রাজধানীতে চলাচলকারী পরিস্থান পরিবহন, রাজধানী সুপার সার্ভিস, প্রজাপতি পরিবহন, বসুমতি পরিবহন ও গাবতলী এক্সপ্রেসের ১০০টি পরিবহনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

অনুষ্ঠানে জানানো হয়, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও দীপ্ত ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এই সিসিটিভি স্থাপন করা হয়। এখন ৯৯৯ ও ১০৯ এর মাধ্যমে নারীরা অভিযোগ জানাতে পারবেন।

তারপর সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বিচার নিশ্চিত করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘বাসের সহকারীদের দ্বারা নারীরা যেমন হয়রানির শিকার হচ্ছেন, তেমনি পুরুষ যাত্রীদের দ্বারাও হচ্ছেন।

শুধু বাংলাদেশ নয় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায়ও নারীরা সহিংসতার শিকার হচ্ছেন। এর ফলে (সিসিটিভি স্থাপন) সবাই সচেতন হবে, একইসাথে অপরাধীদের চিহ্নিত করা যাবে’।