বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একটি পৌরসভা ও তিনটি ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে ভোট গণনা শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান।
আলফাডাঙ্গা উপজেলা আ’লীগে দুর্গ হিসেবে খ্যাত। এই উপজেলায় আ’লীগ কখনও হারে না। অধিকাংশ ভোট আ’লীগের। গত পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেন। এ বছর নৌকা প্রতিকের প্রার্থী ১২৮২ ভোট কম পেয়েছে বিদ্রোহী প্রার্থীর চেয়েছে। তবে আলফাডাঙ্গা ঘুরে জানা যায়, এ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী সাইফুর রহমান সাইফারকে পরাজিত করতে বিদ্রোহী প্রাথী ও কিছু নেতা উঠে পড়ে লেগেছিল। সূর্যের আলোয় নৌকা নৌকা করলেও রাতের আধারে নৌকার বিপক্ষে কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। যার কারনে নৌকার এ ভরা ডুবির ঘটনা ঘটেছে। আ’লীগের দুর্গে নৌকার ভরাডুবি নিয়ে আলফাডাঙ্গাসহ বোয়ালমারীতেও চলছে আলোচনা সমালোচনা।
আলফাডাঙ্গা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকে আলী আকসাদ ঝন্টু ৪৯৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ৩৬৬০ ভোট পেয়েছেন। অপরদুই প্রার্থী একেএম আহাদুল হাসান জগ প্রতীকে ২০৯৬, মুন্সি মাহাবুব মোবাইল ফোন প্রতীকে ১২৯ ভোট পেয়েছেন। পৌরসভাতে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌরসভায় ১৩ হাজার ৮৪৯জন ভোটারের মধ্যে ১০৮২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অপরদিকে উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে আলফাডাঙ্গা সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন বুলবুল ১৯৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে মো. মনিরুজ্জামান মাসুদ মাস্টার ১৮৪৬ ভোট পেয়েছেন।
এদিকে বুড়াইচ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে আব্দুল ওহাব মিয়া পান্নু ৩৯৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল আলীম খান ৩১৮৩ ভোট পেয়েছেন।
এছাড়া গোপালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে মো. সাইফুল ইসলাম ৫২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইনামুল হাসান ২৬৭১ ভোট পেয়েছেন।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমেদ জানান, পৌরসভায় স্বতন্ত্র নারিকেল গাছ প্রতীকের প্রার্থী মো. আলী আকসাদ, বুড়াইচ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী আব্দুল ওহাব মিয়া পান্নু, আলফাডাঙ্গা সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন বুলবুল ও গোপালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে মো. সাইফুল ইসলাম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।