শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে বুধবার (১৪সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ।বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়।
উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন, এদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়।এ নির্বাচনে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন।এদের মধ্যে মোঃ লিয়াকত মোল্লা ৩৭১ ভোট পেয়ে প্রথম, মোহাম্মদ জাকির খান ফিরোজ ৩২০ ভোট পেয়ে দ্বিতীয়, মোঃ খলিলুর রহমান ৩০১ ভোট পেয়ে তৃতীয়, মোঃ মুক্তার শেখ ২৭৮ ভোট পেয়ে চতুর্থ স্থান ও সংরক্ষিত নারী সদস্য জিয়াসমিন বেগম ৩৬৫ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু , থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন, পুরাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবু ফকির। সাবেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত মাষ্টার, বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষ বদরুজ্জামান মিলু, এস আই প্রকাশ বোসের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।