ফরিদপুরে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারী ২০২২ শনিবার জেলা প্রশাসক, ফরিদপুর মহোদয়ের নির্দেশনা মোতাবেক অদ্য ফরিদপুর সদর উপজেলার মদনখালী খালে অবৈধভাবে মাটি কাটার দায়ে ফরিদপুর ভাটিলক্ষীপুরের ফারুক ভূঁইয়া (৫০) পিতা: আওয়াল ভূঁইয়াকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া সিএন্ডবি ঘাট গোলডাংগি ব্রিজ নামক স্থানে অবৈধভাবে মাটি কাটার সদর উপজেলার ভাসানচরের মোঃ রবিউল ইসলাম (২১) পিতা: দিলওয়ারকে ৫০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি ট্রাক ও স্কেভেটর মেশিন/ভেকু জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন সদর সহকারী কমিশনার ভূমি লাভলী ইয়াসমিন, অবৈধভাবে মাটি কাটায় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সদর সহকারী কমিশনার ভূমি লাভলী ইয়াসমিন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।