বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বেয়ালমারী থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাকৃতদের মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো ছোলনা গ্রামের বিপ্লব শেখ, ভাবখন্ড গ্রামের দীপক বিশ্বাস, পূর্বভারদী গ্রামের বিল্লাল হোসেন, ইমারত হোসেন, বোয়ালমারী ওয়াবদামোড় এলাকার কাদের, ফৌসদারী কার্যবিধি ১৫১ ধারায় গ্রেফতার করা হয় রামনগর গ্রামের বাবুল ঠাকুরকে।
থানার এসআই মো. অহিদুর রহমান বলেন, পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫জন ওয়ারেন্টভুক্ত ও ফৌসদারী কার্যবিধি ১৫১ ধারায় ১জন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।