ফরিদপুরের মধুখালী বাজার পেরিফেরি ব্যবসায়ীদের উদ্যোগে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর রোববার বিকেলে মধুখালী বাজার বণিক সমবায় সমিতি লিঃ ও পেরিফেরি ব্যবসায়ীদের উদ্যোগে মধুখালী বাজারের প্রধান সড়কে বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মধুখালী বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আবুল বাশার বাদশা সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মধুখালী বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন,সহসভাপতি মোঃ আতিয়ার রহমান মোল্যা, যুগ্মসাধারন সম্পাদক মোঃ ওবায়দুর রহমান।
বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে বর্তমান উচ্ছেদ ও সমস্যা নিয়ে বক্তব্য রাখেন মিঠু বিশ্বাস,মির্জা ফুরাদ,মোঃ নজরুল ইসলাম,মাজেদ বিশ্বাস,আঃ শুকুর আলী,নজরুল ইসলাম রইচ,মোঃ মুরাদ, জাহাঙ্গীর আলম,আঃ কুদ্দুস, শরিফুূল ও মোঃ ফারুক হোসেনসহ প্রমুখ।
উল্লেখ মধুখালী বাজারের বিভিন্ন সড়ক বা গলীতে খোলা রাস্তায় বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করতেন।
উপরে রং বেরঙের পলিথিন টাংঙ্গিয়ে স্থায়ী ব্যবসা করতেন।জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশসন ৮ ডিসেম্বর অবৈধ প্রায় ১৫৬টি দোকান উচ্ছেদ করেন। উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীগণ তাদের বক্তব্যে বলেন আমাদের পূর্নবাসন না করে কোন প্রকার নোটিশ ছাড়াই আমাদের উচ্ছেদ করা হয়েছে।
আমরা এখন বেকার পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি। প্রশাসনের কাছে জোড় দাবী ক্ষুদ্র ব্যবসায়ীদের পূর্নবাসন বা বিকল্প স্থানের ব্যবস্থা করা ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।