বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইনকে সংবর্ধনা দেন মুক্তিযোদ্ধা সংসদ।
একই অনুষ্ঠানে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হককে বিদায় সংবর্ধনা দেন মুক্তিযোদ্ধা সংসদ। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, অধ্যক্ষ লিয়াকত হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।