বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় গুনবহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
তিনি ইতোপূর্বে দীর্ঘদিন বিদ্যালয়টির দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মো. রাজিবুল ইসলাম রাজু( অভিভাবক সদস্য), সদস্য সচিব নাজমুন নাহার (প্রধান শিক্ষক), সদস্য মো. নাজমুল হাসান ( ইউপি মেম্বর), আফরোজা আক্তার ( বিদ্যুৎসাহী), মো. এনামুল হক ( বিদ্যুৎসাহী), অভিভাবক প্রতিনিধি মো. আইয়ুবুর রহমান, আলেয়া বেগম ও স্মৃতি বেগম, শিক্ষক প্রতিনিধি মঈনউদ্দীন ( মাধ্যমিক) ও কাজী মনিরা আফিফা ( প্রাথমিক)।
কাজী হাসান ফিরোজ গুনবহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, তাঁর মত একজন বিদ্যুৎসাহী ব্যক্তি সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি বলেন, কাজী হাসান ফিরোজ সাংবাদিকতায় যেমন আপোষহীন, আশা করি শিক্ষার গুণগত মান বজায় রাখার ব্যাপারেও আপোষহীন থাকবে ।
কাজী হাসান ফিরোজ বলেন, এ বিদ্যালয়েই শৈশবে আমার শিক্ষার হাতে খড়ি হয়। বিদ্যালয়ের শিক্ষার মান সহ সার্বিক উন্নয়নে নিজের সর্বোচ্চ মেধা, মনন ও শ্রম দিয়ে চেষ্টা করবো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।