রাজিবুল ইসলাম রিয়াজ, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনেমধুপুর নৃত্যাঙ্গন সংস্থা এই উৎসবের আয়োজন করে।
উৎসবের প্রথম পর্বে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন নৃত্যাঙ্গন সংস্থার সভাপতি আনোয়ার পারভেজ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন।
সংস্কৃতি ও মধুপুরের নানান দিক তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, জেলা কালচারাল কর্মকর্তা এরশাদ হাসান, নৃত্যাঙ্গন সংস্থার
পরিচালক মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসিনুল কবীর প্রমুখ।
উদ্বোধনী পর্বে ৩০ শিক্ষার্থীর শিক্ষা উপকরণ হাতে অংশগ্রহণকারী শিল্পীদের শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ওই সংস্থার শিল্পীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।