ফারুক হত্যা মামলার আসামিদের জামিন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলঃ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের জনপ্রিয় নেতা ফারুক আহমদ হত্যা মামলার আসামিদের জামিন বাতিল ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকালে জেলা ছাত্রলীগের উদ্যোগে আদালতপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান আমিন, সাবেক ছাত্রলীগ নেতা মনির সিকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।