টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১টি পদে এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ক্রীড়া সম্পাদক ও দুইটি নির্বাহী সদস্য পদে জয়লাভ করেছে।
বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারি) বার সমিতির বার্ষিক নির্বাচন শেষে গভীর রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ফলাফল ঘোষণা করেন।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচিতরা হচ্ছেন- সভাপতি আব্বাছ উদ্দিন আকন্দ, সহ-সভাপতি হোসেন জাহিদুল হাসান পাবন, মাহবুব খালিদ তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন উজ্জল,
যুগ্ম-সম্পাদক মোহাম্মদ মাসুদুল হক রতন, লাইব্রেরি সম্পাদক ইলয়াস মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এমএ রাজ্জাক রাজা। এ প্যানেলের নির্বাহী সদস্যরা হচ্ছেন- জিনিয়া বকস, নাদিম উদ্দিন, মাহবুব মোর্শেদ রাশেল ও রাসেল রানা।
বিএনপি সমর্থিত প্যানেলের নির্বাচিতরা হচ্ছেন- ক্রীড়া সম্পাদক সাদেকুল ইসলাম শাহীন, নির্বাহী সদস্য- মাসুদ রানা ও মালেক আদনান।
প্রকাশ, জেলা অ্যাডভোকেট বার সমিতির ১৪টি সাংগঠনিক পদের বিপরীতে ২৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বার সমিতির নির্বাচনে মোট ভোটার ৭৬১ জন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।