যশোরের কেশবপুরে “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এর আয়োজনে ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন, র্যালি, সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনের পর একটি র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা সহকারী প্রোগ্রামার আঃ সামাদ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলমগীর হোসেন, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা সমবায় বিষয়ক অফিসার নাসিমা খাতুন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশীষ দাশ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ন-সম্পাদক এনামুল হাসান নাঈম, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, কুঠির শিল্প বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম রিপন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাঈদ, সমাজ উন্নয়ন সংস্থা ওয়ার্ডের পরিচালক সৈয়দ আকমাল আলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।