চরভদ্রাসন, প্রতিনিধি: ফরিদপুরে চরভদ্রাসনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপা। সভায় চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনায় ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সরকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম,চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু মন্ডল, চরভদ্রাসন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সমাজ সেবক ফরহাদ হোসেন,যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান মুরাদ, সহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগন।

এরপর মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। মেলায় সরকারি-বেসরকারি দপ্তরের অংশগ্রহণে মেলার স্থানে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন ও সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়। এ মেলায় স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

মেলায় ১২টি স্টলে উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল কলেজ,কে সংযুক্ত করে উদ্ভাবনী অলিম্পিয়াড আয়োজন করা হয়। এছাড়া ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা ও শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক উদ্ভাবনী অলিম্পিয়াড প্রদর্শন করা হয়। সন্ধ্যায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হবে বলে জানা গেছে।