কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে শুক্রবার সকাল ১১ টায় জেলা পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে জন প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য ও পরিচালক কর্নফুলী ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও টকশো ব্যক্তিত্ব মোঃ মনিরুজ্জামান মনির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ রাজাপুর উপজেলা, কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, রাজাপুর বড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাবউদ্দিন শুরু, মোঃ ছনিয়া রহমান, মোঃ মজিবর রহমান মৃধা, মোঃ মেজবা উদ্দিন মাসুদ রানা সাংগঠনিক সম্পাদক রাজাপুর উপজেলা আওয়ামীলীগ, মোঃ নাসির মৃধা, ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম, ইউপি চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, শিশির দাস, মোঃ আমিরুল ইসলাম ফোরকান,উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ কাওসার আহম্মেদ জেনিব সিকদারসহ আরো অনেকে।।
ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ এমাদুল হক মনির। সভায় বক্তারা মহিলা সদস্য পদে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাড,মো: ফজলুল হক এর স্ত্রী ও কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: এমাদুল হক মনিরের মা মোসাঃ জাহানারা হক (হরিন) কাঠালিয়া উপজেলা যুবলীগের সভাপতি পুরুষ সদস্য এস এম ফায়জুল আলম সিদ্দিকী ফিরোজকে (তালা) মার্বায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য অনুরোধ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।