টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) মহাসড়ক পাড় হচ্ছিলেন। এ সময় দ্রত গতিতে আসা উত্তরবঙ্গগামী একটি অজ্ঞাত ট্রাক ঘটনাস্থলে এসে ওই বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।