সোমবার শেষ বিকেলে উপজেলার শিলখুড়ী ইউনিয়নে শালঝোড় গ্রামে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিতে শতাধিক ঘর-বাড়ী, গাছপালা সহ চলতি বোরো আবাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বলদিয়া সহ অন্যান্য এলাকায় মধ্যরাতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে হালকা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে।
এ ব্যাপারে শিলখুড়ী ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুফ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে জানান যে প্রায় দুই-আড়াইশ ঘরবাড়ী ও ৫০-৬০ একর বোরো এবং ভুট্টা আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, প্রাকৃতিক ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা এবং কৃষি অফিসার আসাদুজ্জামান মিয়াকে অবহিত করেন। অবহিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউপি চেয়ারম্যানকে পরিদর্শন করে ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রণয়ন করতে বলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।