মোঃ সেলিম রেজা,কেশবপুর: কেশবপুরে দুই শত শীতার্ত অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার ৮ ডিসেম্বর বিকালে এসআর যুব ও সমাজকল্যাণ সংস্থার আয়োজনে সংস্থারই কার্যালয়ে আনুষ্ঠানিক শুরু হয়। উপজেলার বিভিন্ন এলাকার দুই শত জন গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
একই অনুষ্ঠানে সংস্থার পক্ষ হতে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী হামিদ গাজীকে দেওয়া হয় একটি হুইল চেয়ার।
এসআর যুব ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি এস এম ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সংস্থার পরিচালক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,শিক্ষক মোল্যা আব্দুস ছাত্তার,সংস্থার সহসভাপতি শিক্ষক নিছার উদ্দীন, উপ-পরিচালক সুফিয়া পারভিন শিখা, সদস্য কামরুজ্জামান রাজু, এনামুল হাসান নাইম প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।