১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জন্ম শতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২১ উৎযাপন উপলক্ষে মাগুরা জেলার মহম্মদপুরে নানা আয়োজনে দিনটি পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে সকাল বেলা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্প স্তবক অর্পন।এসময় উপজেলা প্রশাসন,এমপি মাগুরা-২ এর পক্ষে, উপজেলা আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ,যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,কৃষকলীগ,শ্রমিক লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তফা কামাল সিদ্দিকী লিটন।

দ্বিতীয় পর্যায়ে চিত্রাঙ্কন, রচনা,ভাষণ সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং এতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছে। তৃতীয় পর্বে
মুজিব শতবর্ষে মহম্মদপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জম্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।এসময় ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ২ জন শিশু প্রতিবন্ধীর মাঝে হেয়ারিং এইট প্রদান করা হয়।পরে উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মহম্মদপুর উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে “অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতা, ক্রীড়া ও আনন্দ উৎসব প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জন্ম শতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উৎযাপন উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, মাগুরা-২ আসনের মাননীয় সাংসদ ড. শ্রী বীরেন শিকদার মহোদয়।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাগুরা জেলা ক্রীড়া অফিসের প্রধান কর্মকর্তা অনামিকা ঘোষ,মহম্মদপুর উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব হরেকৃষ্ণ অধিকারী সুমন, মহম্মদপুর উপজেলা যুবলীগ ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা বিকো,মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ জনাব তারক বিশ্বাস,বীরেন শিকদার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মিজানুর রহমান মিলন,সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জনাব মোঃ আব্দুল হাই কর্মকর্তা গণ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ প্রমূখ।