সুমি খানম, (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়ায় আবুল কালাম নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ১ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল। মঙ্গলবার ১৬ (ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার বাঁশগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আবুল কালাম ওই গ্রামের মৃত লায়েক শেখের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাহাফুজুর রহমানের নেতৃত্বে একটি দল মাদক মামলা, জি আর ১০৭/১২(ক) (সাজাপ্রাপ্ত) পলাতক আসামী আবুল কালাম আজাকে বাঁশগ্রাম বাজার এলাকা থেকে আটক করে।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মোঃ মাহফুজুর রহমান, এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সুমি খানম, নড়াইল- ১৬/০২/২০২১
মোবাঃ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।