কৃপা বিশ্বাস, নড়াইলঃ নড়াইলে আউট – অব – স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি ( PEDP-4) উপজেলা পর্যায়ে অবহিত করন সভা হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) সকালে নড়াইল সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়। অগ্রনী মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অবহিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু। উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মুহম্মদ বজলুর রশিদ, অগ্রনী মহিলা উন্নয়ন সংস্থা নড়াইল সদর উপজেলা প্রোগ্রাম মেনেজার শাহরিয়ার আলম মুক্ত, নির্বাহী পরিচালক অনুপমা মিত্র , বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি বদরুল আলম লিংকন, সিনিয়র প্রোগ্রাম মেনেজার মোছাম্মদ শানজিতা খাতুন প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।