নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিষ বিশ্বাসের বিরুদ্ধে বীড়গ্রাম কুলইতলা মহা শস্বানের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে । মহা শশ্মানের গাছ কাটার কারন জানতে চাইলে উলটে হুমকি ধামকি দেওয়া হচ্ছে।

শশ্মানের জমি দান কারী সুধীর বিশ্বাসের ছেলে সুব্রত বিশ্বাস ওরফে( বাবলু ডাঃ) জানান, মহা শশ্মানের গাছ কেটে বিক্রি করেছেন আশিষ চেয়ারম্যান । আমি জায়গার মালিক গাছ কাটার কারন জানতে চাইলে উলটে আমাকে আশিষ ও তার বাহিনী হুমকি ধামকি দিচ্ছে। স্থানীয় ইউপি সদস্য শিশির বিশ্বাস বলেন, শশ্মানের গাছ কেটে ৬০ হাজার টাকায় বিক্রি করেছেন আশিষ চেয়ারম্যান ।

আমরা এলাকাবাসী জানতে চাইলে তিনি বলছেন গাছ কেটে শশ্মানের উন্নয়ন করছি। অতচ শশ্মানের উন্নয়নের জন্য জেলা পরিষদ অর্থ বরাদ্দ দিয়েছেন, বাস্তবে গাছের টাকা লোপাট করার পরিকল্পনা ছিল তার।

মহা শশ্মানের গাছ কেটে বিক্রির ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে । এ নিয়ে এলাকায় দফায় দফায় শালিস বৈঠক হয়েছে। এলাকার সচেতন মহল এহেন ঘটনার নিন্দা জানিয়েছেন।