বাঘারপাড়া সংবাদদাতা : যশোরের বাঘারপাড়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমবায় দিবসের কায্রক্রম শুরু হয় ।
পরে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সফল সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রনজিৎ কুমার রায় এমপি।
এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস-চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন, সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন নাহার, বিআরডিবি কর্মকর্তা আলী আকবার,বিআরডিবির চেয়ারম্যান মুন্সি বাহার উদ্দিন প্রমুখ।
আলোচনাসভা শেষে সার্বিক গ্রাম উন্নয়ন, মৎস্যজীবি সমবায় সমিতি, ও সঞ্চয় প্রনোদনা ক্যাটাগারিতে সফল সমবায়ীদের মাঝে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিমনা (ভূমি) ফারজানা জান্নাত ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।