ডা. আজাদ খান,ব্যুরো চিফ ময়মনসিংহ: সোমবার (০৩ ফেব্রুয়ারী) বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারগঞ্জ শাখার উদ্যোগে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিফজুর রহমান বকুল কেন্দ্রীয় সদস্য জাতীয় নাগরিক কমিটি, সঞ্চালনায় ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার শাখার যুগ্ম সদস্য সচিব ওমর ফয়সাল। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফর রহমান, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর ইসহাক হাসান ইখলাস, আহ্বায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটি জামালপুর জেলা শাখার শাহ্ মোঃ খলিলুর রহমান লিটন, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান।

উপস্হিত ছিলেন সদস্য আরিফুর ইসলাম, সিয়াম আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামালপুর জেলা শাখা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মাদারগঞ্জ উপজেলা শাখার প্রতিনিধি মোঃ সালাহ্ উদ্দিন আহমেদ, রোহানী হক, জাহিদ হাসান পলাশ এবং শ্যামগঞ্জ কালি বাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নজরুল ইসলাম এর উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।