তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে স্ত্রীর সাথে ঝগড়া করে সম্রাট কাজী (২৫) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ওই যুবক উপজেলার গুনবহা ইউনিয়নের আখালিপাড়া গ্রামের বিশ্বাসপাড়া এলাকার হালিম কাজীর ছেলে। সোমবার (২৪ জুলাই) ভোর পাঁচটার দিকে বাড়ির পাশের একটি গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর বিশ্বাস জানান, গুনবহা ইউনিয়নের বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা সম্রাট কাজীর সাথে তার স্ত্রীর মাঝে মধ্যে ঝগড়া হতো। গত কয়েকদিন ধরে তিনি রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন না। এনিয়ে রবিবার রাতে স্ত্রীর সাথে ঝগড়া হয়। পারিবারিক এ কলহের জেরে তিনি সোমবার ভোরে আত্মহত্যা করেন।
পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক কাজী আবুল বাসার বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।