মাগুরা মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ জনাব তারক বিশ্বাস এবং এসআই মোঃ রাজু হোসেন এর অক্লান্ত চেষ্টায় গোপন সংবাদের ভিত্তিতে ২৯/০৩/২০২১ তারিখ সোমবার গভীর রাতে মহম্মদপুর থানাধীন আওনাড়া এলাকা থেকে সিরাজুল ইসলাম রবি নামে এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে আটক করে এবং যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।
সিরাজুল ইসলাম রবি বিভিন্ন জেলার পেশাদার ডাকাত দলের সদস্যদের সাথে দলবদ্ধভাবে পরস্পর যোগসাজসে ও সহায়তায় দীর্ঘ দিন ধরে ডাকাতি করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, চুরি এবং ছিনতাই সহ বিভিন্ন মামলা আছে বলে জানা গেছে। এ ছাড়াও ছদ্মনামে বা ভিন্ন নামে আসামীর বিরুদ্ধে একাধিক মামলাও আছে। সর্বশেষ ১৯/০২/২০২১ইং তারিখ মাগুরা জেলার মহম্মদপুরে মোঃ শাহনেওয়াজ মোহর (৬০), পিতা-মৃত সৈয়দ আলী মুন্সি, গ্রাম-আউনাড়া এর বাড়ীতে ডাকাতি করে আত্মগোপনে যায় সিরাজুল ইসলাম রবি। আসামী সিরাজুল ইসলাম রবিকে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়। ডাকাতি সংঘটন কাজে ব্যবহৃত একটি স্টিলের সেলাই রেঞ্জ, ডাকাতির সময় লুন্ঠিত নগদ টাকা আসামীর হেফাজত থেকে জব্দ করা হয়েছে। এছাড়াও চেতনা নাশক মেশানো দুইটি হলুদের কৌটা আসামীর স্বীকারোক্তি ও দেখানো মোতাবেক জব্দ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।