পিরোজপুর জেলা যুবদলের সহসভাপতি মো. মিজানুল হক লিটনকে তার দলীয় পদ থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ‘আপনার আবেদনের (লিটন) পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল ইসলাম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আপনার (লিটন) অব্যাহতির আদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।’

এর আগে চলতি বছরের ২৪ এপ্রিল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের একটি আদেশে ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দলের সহসভাপতির পদ থেকে অব্যাহতির প্রদান করেন। এ সময় তাকে সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখার সহসভাপতি পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়। উল্লেখ্য, মো. মিজানুল হক লিটন জেলার নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই উপজেলার মাটিভাঙা ইউনিয়নের মাহমুদকান্দা গ্রামের আব্দুর রাজ্জাক ফকির খোকার ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করেন।