জামালপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল সুখী জীবন প্রকল্পের সহযোগিতায় জামালপুর জেলার সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আইইউডি বিষয়ক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি এবং ভ্রান্ত ধারণা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিবার পরিকল্পনার বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ প্রসব সেবার জন্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রেরনের জন্য উদ্বুদ্ধ করা হয়।


এ ছাড়া প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বিষয়েও আলোচনা করা হয়।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন, মোস্তাফিজুর রহমান, জেলা কর্মসূচী কর্মকর্তা সুখী জীবন, মাজেদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সদর উপজেলা, মোঃ খোরশেদ আলম, মানবাধিকার কর্মী ও নির্বাহী পরিচালক, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা, জামালপুর।

উক্ত মিটিংয়ে ইমাম, স্কুল শিক্ষক, মহিলা ইউপি সদস্য, শ্বাশুড়ী ও সম্ভাব্য গ্রহীতাগন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।