চিতলমারী(বা‌গেরহাট)প্র‌তি‌নি‌ধি: আজ ১৫ই আগষ্ট,জাতীয় শোক দিবস।জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিব‌র রহমা‌নের প‌রিবা‌রের সদস্য‌দের নির্মমভা‌বে হত্যা ক‌রে বিপথগামী,ক্ষমতালোভী ‌কিছু কুচক্রীমহল।তারা জাতীর স্বপ্নদ্রষ্টা শেখ মু‌জিবর‌কে নয়,১৫ই আগষ্ট হত্যা করে‌ছি‌লো স্বাধীনবাংলার গনতন্ত্র‌কে।
দিন‌টি পাল‌নের জন্য সারা বাংলায় বঙ্গবন্ধুর প্র‌তিকৃ‌তিতে ফুল দি‌য়ে শ্রদ্ধা জানান আপামর
জনতা।তার ব্য‌তিক্রম হয়‌নি বা‌গেরহাট জেলার চিতলমারী উপ‌জেলায়। প্রিয় নেতার প্র‌তিকৃ‌তি‌তে ফুল
দি‌তে আ‌সে বি‌ভিন্ন শ্রে‌নি পেশার মানুষ।
সকা‌লে বাংলা‌দেশ আওয়ামীলীগ চিতলমারী উপ‌জেলার পক্ষ থে‌কে আওয়ামীলীগ অ‌ফি‌সে জাতীয়
সংগী‌তের সা‌থে সা‌থে জাতীয় পতাকা,কা‌লো পতাকা উ‌ত্তোলন করা হয়।
উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে ভাবগম্ভী‌র্যের সা‌থে‌ বি‌ভিন্ন কর্মসূ‌চি পালন করা
হয়।উপ‌জেলা প‌রিষ‌দের সাম‌নে অব‌স্থিত বঙ্গবন্ধুর প্র‌তিকৃ‌তিতে শ্রদ্ধা নিবেদন করেন উপ‌জেলা
প্রশাসন,উপ‌জেলার বি‌ভিন্ন সরকারী দপ্তর,থানা পু‌লিশ প্রশাসন,আওয়ামীলগ ও তার
অঙ্গসংগঠন,উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্স,সাংস্কৃ‌তিকও স্বেচ্ছা‌সেবী
সংগঠন,‌প্রেসক্লাব,ব্যাংক,মু‌ক্তি‌যোদ্ধা বৃন্দ।এছাড়া উপ‌জেলার সরকারী ও বেসরকারী
শিক্ষাপ্র‌তিষ্ঠান জাতীয় শোক‌দিবস পাল‌নে জন্য বি‌ভিন্ন কর্মসূ‌চি পালন ক‌রেন।বঙ্গবন্ধুও তার
প‌রিবা‌রের সদস্য‌দের রু‌হের মাগ‌ফেরাত কামনা ক‌রে বি‌শেষ মোনাজাত ক‌রেন।স‌ন্তোষপুর মাধ্য‌মিক
বিদ্যাল‌য়ের সভাপ‌তি মেঘনাদ মজুমদা‌রের সভাপ‌তি‌ত্বে প্রধান শিক্ষক অ‌শোক কুমার মন্ড‌লের
সঞ্চাল‌নে মোনাজাত প‌রিচালনা ক‌রেন শিক্ষ মিজানুর রহমান। উপ‌স্থিত ছি‌লেন ওয়ার্ড সদস্য
(মেম্বর)ও ওয়ার্ড আওয়ামীলী‌গের সভাপ‌তি নির্মল মন্ডল সাধু,স‌ন্তোষপুর সঃপ্রাঃ‌বিদ্যাল‌য়ের
সভাপ‌তি ব্র‌জেন মজুমদার,সহঃসভাপ‌তি খোকন মজুমদার,সুধীজন প্রফুল্ল বালা সহ শিক্ষক মন্ডলী।
বঙ্গবন্ধুর প্র‌তিকৃ‌তি‌তে পুস্পস্তবক অর্পন ক‌রেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা জনাব লিটন
আলী,সহকারী ক‌মিশনার (ভূ‌মি )জান্নাতুল আফ‌রোজ স্বর্না,উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান অ‌শোক কুমার
বড়াল, ভাইস‌চেয়ারম্যান মাহাতাবুজ্জামান,ম‌হিলা ভাইস‌চেয়ারম্যান সা‌বেরা হো‌সেন স্বপ্না,থানা
কর্মকর্তা এ এইচ এম কামরুজ্জামান,তদন্ত ও‌সি একরাম ‌হো‌সেন,উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার
প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান,মাধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা ম‌ফিজুর রহমান,উপ‌জেলা
আওয়ামীলী‌গের সভাপ‌তি ব‌াবুল হো‌সেন খাঁন, সাধারন সম্পাদক বাবু পীযুষ কা‌ন্তি রায়,সহ সভাপ‌তি ও
সদর ইউ‌পি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন,বেল্লাল হো‌সেন,‌চেয়ারম্যান আজমীর কাজী,প্রাক্তন
ভাইস‌চেয়ারম্যান শিবানী বিশ্বাস,উপ‌জেলা শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি ও আওয়ামীলীগ নেতা অবনী মোহন
বসু,শিক্ষক স‌মি‌তির সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ নেতা শেখ সো‌হেল ,আওয়ামীলী‌গের
বি‌ভিন্নসংগঠ‌নের সভাপ‌তি,সম্পাদক সহ নেতৃবৃন্দ,বি‌ভিন্ন ইউ‌পির চেয়ারম্যানবৃন্দ,প্রেসক্লা‌বের
সভাপ‌তি দেবাশীষ বিশ্বাস,প্রাক্তন সভাপ‌তি প্রদীপ মন্ডল,এ এস এ সাগর,প্রাক্তন সাধারন সম্পাদক
তাও‌হিদুর রহমান সহ সাংবা‌দিক বৃন্দ।