মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: ১৮ জানুয়ারি ২০২২খ্রিঃ বগুড়ার আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক মাস্ক বিতরণ করেছেন। সোমবার ১৭ জানুয়ারী বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আদমদীঘি উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক ব্যক্তির নিকট এই মাস্ক বিতরণ করেন।
সহকারি কমিশনার (ভুমি) মাহবুববা হক জানান, করোনা সংক্রমনের উর্দ্ধগতি ও ওমিক্রনের ভয়াবহতা থেকে নিজেদের সুরক্ষার জন্য এলাকার জনগনকে সচেতন করতেই মাস্ক বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, প্রতিটি যানবাহন, খাবার হোটেলসহ বিভিন্ন দোকানের কর্মচারী ও প্রত্যক জনগনকে মাস্ক পরিহিত ছাড়া ঘরের বাহিরে না আসার পরামর্শ প্রদান ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে আহবান জানান তিনি। এসময় পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ তার সাথে ছিলেন।
বি/ সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।