দলের কমিটিতে পদ না পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে আল্লাহ’র কাছে বিচার দিচ্ছেন এক রাজনৈতিক নেতা-এমন একটি ভিডিও গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়। পরে জানা গেছে, ভাওরাল হওয়া সেই ব্যক্তিটি দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের একজন নেতা। ভাইরাল হওয়া সেই ব্যক্তি সিরাজগঞ্জের বেলকুচির বাসিন্দা।
এছাড়াও বেলকুচি পৌর এলাকার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তার নাম আব্দুর রাজ্জাক। সম্প্রতি বেলকুচি উপজেলার ৬ ইউনিয়ন, ৫৪ ওয়ার্ড ও একটি পৌরসভার ১০টি ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর মধ্যে গত ১৭ ফেব্রুয়ারি বেলকুচি পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের মধ্য দিয়ে কমিটি গঠন করা হয়। এতে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসসহ সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল উপস্থিত ছিলেন।
অভিযোগ উঠেছে, প্রতিটি ওয়ার্ডে তারা তাদের মনোনীত নেতাকর্মী নির্বাচন করেছেন। তবে যারা অভিযোগ করেছেন তারা বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল রেজার অনুসারী বলে জানা যায়। যিনি আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের স্ত্রী আশানুর বিশ্বাসকে হারিয়ে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন।
এদিকে, নির্বাচনে কোনো পদ না পেয়ে মাটিয়ে গড়িয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন আব্দুর রাজ্জাক। এ সময় তিনি বলতে থাকেন, ‘আল্লাহ তুমি নিজে এসে দেখে কমিটি দিয়ে যাও। তুমি বলে যাও আমি আওয়ামী লীগ করি কিনা, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান কিনা।’ আব্দুর রাজ্জাক পৌরসভার ২ নং ওয়ার্ডের দেলুয়া মহল্লার মৃত শান্তার ছেলে। তবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।