নড়াইলের তুলারামপুর আশার আলো মহা বিদ্যালয়ের অধ্যক্ষ রওশন আলম খানের শ্মরনে শ্মরন সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে । ( ২৩ মার্চ) সোমবার বিকালে জেলা পরিষদ মিলানায়তনে এ শ্মরন সভা ও দোয়া অনুষ্ঠান হয়। সদর উপজেলা মাধ্যমিজ শিক্ষা অফিসার সুলতান মাহম্মদ এর উদ্যোগে এ শ্মরন সভা ও দোয়া অনুষ্ঠান হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা জুলফিকার গাইন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি হায়দার আলী। সাধারন সম্পাদক , রবীন্দ্রনাথ মাদ্রাসা শিক্ষা সমিতির সভাপতি ও শাহাবাদ মাদ্রাসার সুপার, আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক নিমাই চন্দ্র পাল, তুলারামপুর আশার আলো মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত হোসেনসহ বিভিন্ন স্কুল কলেজের প্রধানগন উপস্থিত ছিলেন , উলেখ্য গত (১৭ মার্চ) সকালে অধ্যক্ষ রওশন আলম খান মোটরসাইকেলে তুলারমপুর বাজার হতে সেতু সংলগ্ন হাইওয়েতে উঠছিলেন। একই সময়ে বিপরিত দিক থেকে অন্য একটি মোটরসাইকেল আসলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় অধ্যক্ষ রওশন আলমকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।