ডাঃ আজাদ খান, ষ্টাফ রিপোর্টার: রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জামালপুর শহরের শেরপুর রোড বাইপাস মোড় ইলিমের ভলকানাইজিং দোকানে কর্মচারী জনি (৩২) ট্রাকের পুরাতন চাকার পাংচার সারার সময়ে হঠাৎ চাকার টিউব ব্লাষ্ট হয়ে চাকার ভিতরে থাকা লোহার রীম এবং জনি সহ প্রায় ১২/১৫ ফুট উর্ধ্ব মূখী/ আকাশে উঠে যায় এবং সেখান থেকে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়। জনির কয়েকটি দাত পড়ে যায়, বাম চোখের উপরে কেটে যায় এবং মাথায় আঘাত প্রাপ্ত হয় । তাৎক্ষণিকভাবে দোকান মালিক ও স্হানীয় জনতার সহযোগিতায় জনিকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার অনেক পরে জনির জ্ঞান ফিরে। পরবর্তীতে মারাত্মক ভাবে আহত জনিকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ইতিমধ্যে তার বাড়ী (শেরপুর জেলা) তে পরিবারের কাছে জনির আকস্মিক দূর্ঘটনার খবর জানানো হলে তার পরিবার/আত্মীয় স্বজনরা বাইপাস মোড়ে ইলিমের দোকানে আসে এবং আহত জনির সাথে এম্বুলেন্স যোগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যায়।