মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী আজ ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক শুরু হওয়া করোনা টিকা কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে।

সকাল থেকেই ঈশ্বরগঞ্জ হাসপাতাল ও ইউনিয়নগুলোর ১১ কেন্দ্রে টিকা নিতে আগ্রহীদের ব্যাপক ভিড় দেখা গেছে। তবে টিকা নিতে বেশি সংখ্যক আসতে দেখা গেছে নারী ও বয়স্কদের। প্রতিটি কেন্দ্রেই নারীদের জন্য আলাদা টিকাদানের বুথ রয়েছে। ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদ নূরুল হুদা খান বলেন, কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা গ্রহণকারীদের টিকা নিতে সহায়তা করছেন। মোট ১২টি কেন্দ্র থেকে আজ ৬ হাজার ৯শড ২০ জন টিকা গ্রহণ করবেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, সারাদেশের ন্যায় ঈশ্বরগঞ্জ উপজেলায় আজ একযোগে ১২ টি কেন্দ্রে ভ্যাকসিন দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকলকে এ টিকার আওতায় আনা হবে। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন,