মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কলেজ ছাত্রী হাদিসা আক্তার পপির (১৭) আত্মহত্যার প্ররোচনাকারী প্রধান আসামীকে গ্রেফতারের ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বুধবার দুপুরে মানববন্ধন ও স্বারক লিপি প্রদান করা হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলার প্রধান ফটকের সামনে ওই মানববন্ধনে অংশ নেয় নিহতের স্বজন ও স্থানীয় কয়েকশ’ মানুষ।

মানববন্ধনে অংশ নিয়ে নিহত হাদিসা আক্তার পপির সহপাঠীরা অভিযোগ করেন, পুলিশ হত্যা মামলার প্রধান আসামী মোনায়েমকে গ্রেফতার করতে পারেননি। পপির বড়ভাই খুরুম মিয়া বাদী হয়ে ৭নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ০৯ তারিখ ৭নভেম্বর২০২১ইং।

উল্লেখ্য, উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর নামাপাড়া গ্রামের তহুর উদ্দিনের মেয়ে ময়মনসিংহ মুমিনুন্নেসা সরকারী কলেজের এইচ এস সি ২য় বর্ষের শিক্ষার্থী পপির সাথে একই এলাকার আমীর আলীর ছেলে মোনায়েমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে মোনায়েম বিয়ের প্রলোভনে পপির সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তুলে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সালিশের মাধ্যমে বিয়ের সিদ্ধান্ত নেয়। এতে মোনায়েম বিয়েতে অসম্মতি জানায়। বিয়ের অসম্মতি মেনে নিতে না পেরে পপি ৭নভেম্বর নিজ বাড়ির বাথরুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ হাফিজা জেসমিন জানান, স্বারক লিপি পেয়েছি। আসামিকে গ্রেফতার করার জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে বলা হবে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া জানান, মামলার তদন্ত চলমান। আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যহত।