মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২৬৫ টি স্থানে (টিকা প্রদানের কেন্দ্রগুলোতে) ৫ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন । ঈশ্বরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এবারের ক্যাম্পেইনে উপজেলার ৬১,০৫৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হুদা খান। জানা গেছে, উপজেলায় থাকা ৬-১২ মাস বয়সী ৬,০৯৫ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৫৪,৯৮১ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভারপ্রাপ্ত ইউএইচএফপিও ডা. সুব্রত কুমার পাল, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আবু রেজা হাসিবুল হাসান সহ অন্যান্য ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান। মোঃ ইসহাক ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ ০১৯১০২০৭৪৫৪