ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ৯নং উচাখিলা ইউনিয়নে নির্বাচনী সহিংসতা, নির্বাচনী অফিস ভাংচুর ও হত্যা চেষ্টা করায় নৌকা প্রতীক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রদান করেছে সতন্ত্র প্রার্থী ফেরদৌস কোরাইশী টিটু।
লিখিত অভিযোগে তিনি জানান, নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম ও তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল হকের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দূর্বৃত্ত দল গত ২ তারিখ রাত আনুমানিক ২ টায় অতর্কিত হামলা চালিয়ে আমার নির্বাচনী অফিসের আসবাব ও মটর সাইকেল ভাংচুর করে। এক পর্যায়ে তার কর্মীদের দেশীয় অস্ত্র ও আগ্নেয় নিয়ে ধাওয়া করে ও তাকে গুলি করে হত্যা চেষ্টা করলে তিনি পুলিশের গাড়িতে ঠুকে প্রাণ রক্ষা করে।
ফেরদৌস কোরাইশী টিটু বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও তারা ভোটের হিসাবে পরাজিত হওয়ার আশঙ্কায় এই সহিংসতার পথ বেছে নিয়েছে। তিনি আরো জানান অফিস ভাংচুরের ঘটনা ময়মনসিংহ জেলা প্রশাসক, পুলিশ সুপার, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জকে জানিয়েছি। তিনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশের দাবি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।