মামুনুর রহমান,ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদীর ভাষা শহীদ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোক্তার হোসেনের বিরুদ্ধে চাকরী দেওয়ার নামে তিন লাখ টাকা নিয়ে চাকরী না দিয়ে প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রাজু আহম্মেদসহ এলাকাবাসীরা রবিবার রাত নয়টায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করে বক্তব্য দেন, ভুক্তভোগী রাজু আহম্মেদ,শহিদুল ইসলাম,জিয়াউর রহমান, রুবেল মাহমুদ, আব্দুল কাদের, সেকেন আালী, শহিদুজ্জামান সরদার, ইয়াকুব আলী, ডাবলু সরদার, শামসুল হক, ইয়াকুব আলী, মাসুদ রানাসহ অন্যরা।
বক্তারা বলেন, ভাষা শহীদ বিদ্যা নিকেতন স্কুলের নিরাপত্তা কর্মী পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলে রাজু আহম্মেদ স্বাক্ষীসহ গত ২৫ শে আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে তিন লাখ টাকা দিয়ে আসে। পরে ২ সেপ্টেম্বর লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহন করে।পরে রাজু আহমেম্মদকে চাকরী না দিয়ে বেশী টাকা নিয়ে এলাকার বাইরের একজনকে চাকরী দেওয়া হয়।
বিষয়টি জানার পর প্রধান শিক্ষকের নিকট টাকা ফেরত চাইলে তিনি নানা তালবাহানা করতে থাকেন। মোবাইল ফোন বন্ধ করে রেখে স্কুলেও আসা বন্ধ করেন। এ অবস্থায় রাজুসহ এলাকাবাসী সম্প্রতি স্কুলের সামনে প্রধান শিক্ষকের প্রতারনার বিরুদ্ধে মানব বন্ধন এবং ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। এ অবস্থায় ভুক্তভোগীরা টাকা ফেরত ও প্রধান শিক্ষকের শাস্তির দাবি করেও কোন কাজ হচ্ছেনা বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।