মামুনুর রহমান,ঈশ্বরদী (পাবনা) : গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীর মাঝগ্রাম স্টেশন থেকে পাবনা ঢালার চর পর্যন্ত ৭১ কিলো মিটারের মধ্যে ১০ হাজার তাল গাছের চারা পর্যায়ক্রমে রোপনের লক্ষে রেলওয়ে পাকশী বিভাগের পক্ষ থেকে এই কর্মসুচির আয়োজন করা হয়।
মানুষের নিরাপত্তা বৃদ্ধি কল্পে বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য গতকাল দুপুরে মাঝগ্রাম রেল স্টেশনে তালের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক মোঃ শাহীদুল ইসলাম।
রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী টু আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য দেন, রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন। এ সময় রেলওয়ে পাকশী বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।