দেব বিশ্বাস , যশোর: করোনাকালীন চলমান লকডাউনে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবার ও সামাজ উন্নয়ন সংস্থা (এফএসডিও)। সোমবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরএলাকার শতাধিক বাড়িতে নিত্যপণ্য আলু, পেঁয়াজ, ঝাল, টমেটো, পুঁইশাখ, কুমড়াসহ নানা সবজি পৌঁছে দেন সংস্থাটির কর্মীরা। এছাড়া উপজেলা পরিষদের সামনে রাস্তায় দাঁড়িয়ে কযেকজন ভ্যান চালকের মাঝে এই সবজি বিতরণ করা হয়।

এসময় মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন, ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক বোরহান উদ্দিন জাকির, এফএসডিও’র প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাস, সহ-সভাপতি দীপ্ত মন্ডল, সদস্য অভি মন্ডল, বিপুল কুমার, জিহাদ হোসেন, বৃষ্টি , মাহমুদ হাসান, শারমিন খাতুন ও তৌহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।