কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের মধ্যে ৫০ জনকে নিয়ে একটি বাস পুলিশের ব্যবস্থাপনায় চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হয়েছে।
শনিবার (৬ অক্টোবর) রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. কামরুজ্জামান জানিয়েছেন, বাকি পর্যটকদেরও চট্টগ্রামে পৌঁছে দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জানা গেছে, প্রায় দেড়শ পর্যটক কক্সবাজারে ভ্রমণে গিয়ে বৈরী আবহাওয়া ও পরিবহন ধর্মঘটের কারণে সেখানে আটকা পড়েন। তাদের মধ্যে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।