শুক্রবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় জামালপুর সদরের নরুন্দি এলাকার মহিশুরা গ্রামের এক পারিবারিক গোরস্হানে কবর থেকে মানুষের কঙ্কাল চুরির সন্দেহে রাসেল নামের এক যুবককে আটক করেছে এলাকার লোকজন।
স্হানীয় জনতার হাতে ধৃত রাসেল নরুন্দীর ৮ নং ওয়ার্ড নয়াপাড়ার সাবেক মেম্বার আঃ জলিল খন্দকারের ছেলে।
তার নামে একাধিক চুরি ছিনতাইয়ের মামলা আছে এবং সে একজন ওয়ারেন্ট এর আসামী।
কবরস্হান থেকে কঙ্কাল চুরির সময় স্হানীয় জনগণ দেখে ফেললে রাসেল দৌড়ে পালানোর চেষ্টা করলেও ব্যার্থ হয়।
খবর পেয়ে নরুন্দী তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন, এসআই মজিবর রহমান, সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছায় এবং এলাকার বর্তমান মেম্বার হারুন অর রশীদ ও স্হানীয় জনতার সাক্ষ্য প্রমাণে ধৃত রাসেলকে রাতেই নরুন্দি তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।