শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধিঃ
কপিলমুনি প্রেসক্লাবে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর জীবনী ও আর্দশের উপর আলোচনা সভা প্রেসক্লাবের সভাপতি শেখ সামছুল আলম পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজুর পরিচালনায় উপস্থিত ছিলেন কপিলমুনি প্রেসক্লাবে সহ সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এইচ এম শফিউল ইসলাম,দপ্তর সম্পাদক জিএম হাসান ইমাম,নির্বাহী সদস্য এস,এম আব্দুর রহমান,সাবেক সভাপতি শেখ মুহাম্মদ আব্দুস সালাম,জিএম মোস্তাক আহমেদ প্রমুখ সভায় কপিলমুনি জাফর আউলিয়া জামে মসজিদের খতিব মহানবী (সঃ) জীবনী ও কর্মের ওপর আলোকপাত করেন। কপিলমুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম শেখ সেফারুল ইসলামের কর্মময় জীবন নিয়ে আলোচনা ও প্রেসক্লাবের সভাপতি শেখ সামছুল আলম পিন্টুর মাতার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।