শুভ মন্ডল, কয়রা (খুলনা) প্রতিনিধি : বিগত কয়েক দিন আগে খুলনার সর্ব দক্ষিণে কয়রা উপজেলার ইউনিয়ন গুলিতে নির্বাচন শেষ হয় ।কয়রা উপজেলা ছাত্রলীগ মহেশ্বরীপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারিকে নিয়ে গতকাল সন্ধ্যায় ছাত্রলীগ নেতা-কর্মীদের কে এক সঙ্গে নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম ।
প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রভাষক শাহনেওয়াজ শিকারি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারি বলেন আমি আমার ইউনিয়নে ছাত্রলীগকে সুসংগঠিত করতে চাই ।আমি কয়রা উপজেলা ছাত্রলীগের সবাইকে ডেকেছি তারা আমার ডাকে সাড়া দিয়ে সভাপতির দায়িত্ব সিনিয়র সহ-সভাপতি কে দিয়ে পাঠিয়েছেন ।আমি কয়রা উপজেলা ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞ এবং বলেন আমি কয়রা উপজেলা ছাত্রলীগের কাছে বিনীত অনুরোধ রাখব যে করে হোক আমার ইউনিয়নে কমিটি দেওয়া যায় সেদিকেও নজর রাখার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।