নুরুজ্জামান সরকার, নীলফামারীঃ

২০২০-২০২১ অর্থবছরের এডিপি বরাদ্ধের অর্থে নীলফামারীর ডিমলায় করোনা ভাইরাস পরিস্থিতিতে গরীব, দুস্থ এবং অসহায় মানুষের মাঝে সহায়তায় ত্রাণ বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

শনিবার (১৯ জুন) সকালে উপজেলার জেলা পরিষদ ডাক বাংলো মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এ ত্রাণ বিতরণ করেন।

চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী উত্তম তরফদারের পরিচালনায় চার শত দশ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।করোনা পরিস্থিতিতে জেলা পরিষদের অর্থায়নে জেলায় ২৫ শত পরিবারকে সহায়তা প্রদান অব্যাহত থাকবে। ৪ শত ১০ প্যাকেট বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি সোয়াবিন তেল।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব সেলিম সরকার লেবু, ফেরদৌস পারভেজ, আব্দুল মতিন খান, মেহেরুন আক্তার পলিন, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, সিএটু চেয়ারম্যান শ্যামল সরকার প্রমূখ।